Khoborerchokh logo

গাজীপুরের টঙ্গীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা,ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন । 670 0

Khoborerchokh logo

গাজীপুরের টঙ্গীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা,ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন ।

শেখ রাজীব হাসান:
 গাজীপুরের টঙ্গীর মধুমিতা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দফায় দফায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।এঘটনায় ভূক্তভোগী দেলোয়ার হোসেন গতকাল শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে একথা জানান।
ভূক্তভোগী দেলোয়ার হোসেন জানান,বিগত ১৯৯৩ সালে আরিচপুর মধুমিতা রোডে প্রায় ৯ শতাংশ জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছি। কিন্তু আমাদের পার্শ্ববর্তী জমির মালিক বশির সিকদার,ফরিদ সিকদার,নাসির সিকদার গং জমিটি জবর দখলের পায়তারা করে আসছে।এতে আমরা বাধা দিলে বৃহস্পতিবার দুপুরে ও রাতে দফায় দফায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।একপর্যায়ে দুর্বৃত্তরা নির্মাণাধীন বাড়ি ও দোকানে সস্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এসআই হুমায়ুন কবির ঘটনা পরিদর্শণ করেন।দুর্বৃত্তদের হুমকি ধামকিতে ভূক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তা হীনতায় ভূগছেন। 
এবিষয়ে অভিযুক্ত বশির সিকদার তার নেতৃত্বে হামলা ও ভাংচুরের বিষয়টি অস্বীকার করে বলেন,সেখানে আমাদের ক্রয়কৃত জমি রয়েছে।দেলোয়ার আমাদের জমি দখল করে রেখেছে।  
টঙ্গীপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন,ভূক্তভোগীরা থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি তবে মৌখিকভাবে জানিয়েছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com